304 বার পঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শুরু থেকেই শিক্ষার্থীদের সুষ্ঠু পড়াশোনার পরিবেশ নিশ্চিতকল্পে বদ্ধ পরিকর। সেই লক্ষ্য ও উদ্দেশ্যে বাস্তবায়নে বিভিন্ন হলের পরিত্যাক্ত রুমকে রিডিংরুম বানানোর মতো প্রগতিশীল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মনে করি এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের পড়াশুনার পরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি তাদের পড়ালেখায় আরো আগ্রহী করে তুলবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে বঙ্গবন্ধু কর্ণার, লাইব্রেরী ও রিডিংরুম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় ও একটি প্রজেক্টের আওতায় খুব শীঘ্রই বাকৃবির সব আবাসিক হল ও টিএসসিতে মোট ১৫ টি স্ন্যাকসকিপার (ভেন্ডিং মেশিন) স্থাপন করা হবে। এসব স্থাপনের জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোন ধরনের পেমেন্ট করতে হবে না। এছাড়াও প্রতিটি হলে শিক্ষার্থী সংখ্যার উপর ভিত্তি করে বিনামূল্যে ওয়াশিং মেশিন বসানো হবে যেন শিক্ষার্থীরা সুবিধামত সময়ে ব্যবহার করতে পারেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. নূরুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও হলের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের হল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এসময় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।