148 বার পঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার্যাক্ট ক্লাবের আয়োজনে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বিশ^বিদ্যালয়ের টিএসসিতে ১২০ জন হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।
বাকৃবি রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোটা. আদিত্য সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। এছাড়াও গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব, পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন সহ বাকৃবি রোটার্যাক্ট ক্লাব ও ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র রোটারি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. জাকির হোসেন বলেন, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের জন্য রোটার্যাক্ট ক্লাবের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তারা তাদের মানবসেবার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে এবং বিত্তবানরাও তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।