44 বার পঠিত
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাত উইকেটে জয় তুলে নেয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার দুপুরে এক অভিনন্দন বার্তায় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে চারদিনেই আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতেই সফরকারীদের ২৯২ অলআউট করে দেয় টাইগাররা। এরপর টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৮ রানের। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে সাকিবের দল।
মঙ্গলবার (৪ এপ্রিল) টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের ব্যাটে ৩৬৯ রান করে বাংলাদেশ।
১৫১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। এই ইনিংসের শুরুতে বিপর্যয়ে পড়লেও লোরকান টাকার এবং অ্যান্ডি ম্যাকব্রিনের ব্যাটে শেষমেশ ২৯২ রানের পুঁজি পায় আইরিশরা।