1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
বরিশালে হাসনাত আব্দুল্লাহ ও আমুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম বাংলাদেশের জনগণ ও ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি লালপুরে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালন বিএনপির নাম দিয়ে কেউ কোন অন্যায় কাজ করবেন না : নাজমুল করিম জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্ত ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা ৫০ বছরের মধ্যেও সন্দ্বীপের সঙ্গে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার: প্রধান উপদেষ্টা কিশোরগঞ্জে নববধূর স্পর্শকাতর স্থানে মলম লাগায় স্বাস্থ্যকর্মী আটক ঈদে ট্রেন যাত্রা শুরু আজ শেখ হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন শেখ মুজিব

বরিশালে হাসনাত আব্দুল্লাহ ও আমুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

 103 বার পঠিত

বরিশালের সাবেক চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। গতকাল বুধবার গভীর রাতে বাড়ি দুটিতে ভাঙচুর ও আগুন দেয় একদল ছাত্র-জনতা।

সেনা সদস্যরা দফায় দফায় তাদের নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। হাসানাত ও আমু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়। এর আগে গত ৫ আগস্টও এ দুই বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে নগরের কালীবাড়ি রোডে আবুল হাসানাত আব্দুল্লাহর ‘সেরনিয়াবাত ভবন’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার জন্য একদল ছাত্র-জনতা বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকে। বিক্ষুব্ধ জনতার একাংশ দ্বিতল ভবনে ঢুকে ভেতরে থাকা কিছু আসবাবপত্র ছুড়ে নিচে ফেলে দেয়। পরে সেসবে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারা ভবনের ওপরেও আগুন দিলে সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে। বাড়িটিতে হাসানাতের ছেলে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বসবাস করতেন।

বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত ১১টা নাগাদ বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বাড়ির সামনে গিয়ে অবস্থান নেন বিপুলসংখ্যক সেনাসদস্য। রাত পৌনে ১২টার দিকে কয়েক শ শিক্ষার্থী সেখানে গিয়ে সেনাসদস্যদের বাধা উপেক্ষা করে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। পরে বুলডোজার এনে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। রাত পৌনে ২টা পর্যন্ত বাড়িটিতে ভাঙচুর চলে।

ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ বলেন, ‘বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে।’

হাসানাত ও আমুর বাড়ি ভাঙচুর। ছবি: সংগৃহীত
হাসানাত ও আমুর বাড়ি ভাঙচুর। ছবি: সংগৃহীত
অপরদিকে রাত পৌনে ২টার দিকে বুলডোজার ও মিছিল নিয়ে নগরের বগুড়া রোডের আমির হোসেন আমুর বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা। রাত ২টার দিকে ভবনটি ভাঙা শুরু হয়। সেনাসদস্যরা দ্রুত গিয়ে ছাত্র-জনতাকে নিবৃত্তের চেষ্টা করে। তবে গভীর রাতে আবারও ভবনের কিছু অংশ ভাঙতে শুরু করে ছাত্র-জনতা। এ সময় তাঁরা স্লোগান দিতে থাকেন, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে।’

হাসানাত ও আমুর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
হাসানাত ও আমুর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
সেখানে থাকা শিক্ষার্থী মো. আকিব বলেন, ‘জনগণের টাকা লুটপাট করে ফ্যাসিস্ট হাসিনার দোসররা এসব প্রাসাদ গড়েছে।’

প্রসঙ্গত, আমির হোসেন আমুর নির্বাচনী এলাকা ঝালকাঠি। তবে তিনি বগুড়া রোডের এই ভবনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park