নিজস্ব প্রতিবেদক> বরিশালের স্থানীয় দৈনিক শাহনামা’র বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানীকে শুক্রবার রাজাপুরে তার নিজ এলাকায় সংবাদ সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ ,কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম পাইলট সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও সাধারণ সম্পাদক মোঃ জসিম মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেন,নোমানীকে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িত অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
নেতৃবৃন্দ বলেন, দেশে সীমাহীন সাংবাদিক নির্যাতন বাড়ছে। সাংবাদিকরা মামলা হামলার শিকার হচ্ছে। সাংবাদিক নির্যাতন ঘটনায় কোন প্রতিকার না থাকার কারণে নির্যাতন বেড়ে চলেছে।
বরিশালের আরেক সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণ চেষ্টা ঘটনাটি একটি স্পর্শকাতর ইস্যু। সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে থাকায় ৩ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
সরকারের কাছে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। আইনটি প্রণয়ন হচ্ছেনা বিধায় এ নির্যাতনের, মিথ্যা মামলা হামলা দিন দিন বেড়েই চলছে। আমরা শীঘ্রই এসকল সমস্যার সমাধান দাবি করছি।