102 বার পঠিত
ঝালকাঠি প্রতিনিধি> ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের আর্থিক অসচ্ছল এক বন্ধুকে ব্যাটারী চালিত অটো ভ্যানগাড়ী কিনে দিলো একই ব্যাচের বন্ধু উন্নয়ন কমিটির সদস্যরা। এর আগেও পৃথক সময়ে আর্থিক সহযোগীতা ছাড়াও নানা ধরনের সামাজিক কল্যাণে কাজ করে আসছে তারা।
বৈশ্বিক মহামারী করোনালীণ সময়ে রোগীদের অক্সিজেন সরবরাহ করেছিলো ব্যাচের সদস্যরা। এছাড়া দুঃস্থ ছাত্র-ছাত্রীদেরকে প্রয়োজনীয় বই ও শিক্ষা সরঞ্জাম বিতরণ করেছে তারা। উনয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এবারের আয়োজনে ছিল সহপাঠী শামীম হোসেনকে স্বাবলম্বী করার প্রচেষ্টা এবং তারই ফলশ্রুতিতে ৯৮ ব্যাচের বন্ধু-বান্ধবের সহযোগিতায় বন্ধু শামীমকে দেয়া হলো ব্যাটারি চালিত একটি অটো ভ্যান গাড়ি।
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের বন্ধু উন্নয়ন কমিটির এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে তাদের শিক্ষকরাও।
নতুন ভ্যানগাড়ি পেয়ে শামীম হোসেন বলেন, আমি ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থী ছিলাম। আজ আমি গর্বিত আমাদের ব্যাচের সহপাঠিদের জন্য। ওরা আজ আমার অসহায়ত্ত্ব দেখে আমাকে সাবলম্বী করার জন্য পাশে দারিয়েছে। আমি সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।