47 বার পঠিত
বড়লেখা প্রতিনিধি. মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে পরিবহন শ্রমিকদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় স্হানীয় কার্যালয়ে পরিবহন শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ হুসাইন ইকবালের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তছলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফেডারেশনের উপজেলার অন্যতম উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুল বাছিত, ফেডারেশনের উপজেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদ।
আরোও উপস্হিত ছিলেন মোঃ আব্দুর রুপ, দেলোয়ার হোসেন, শাহীন আহমদ, এনাম উদ্দিনসহ প্রমুখ।