39 বার পঠিত
বগুড়া প্রতিনিধি> নির্বাচন কমিশন বগুড়া-৬ ও ৪ আসনের উপনির্বাচনে সাধারণ মানুষকে নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে সুষ্ঠু-শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন। গুরুত্বপূর্ণ এই উপনির্বাচনে বগুড়ার মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা রাগেবুল আহসান রিপুকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছে।
বগুড়ার সাধারণ মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে যা সত্যিই প্রশংসনীয়। বর্তমান সরকারের নির্বাচন সংশ্লিষ্ট বগুড়ায় সকল সরকারি পদস্থ কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পেশাজীবী ও সুশীল সমাজ, সাংস্কৃতিক কর্মী, বগুড়া জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী,বগুড়া সদরের এর সাধারণ ভোটার বৃন্দ ও সর্বস্তরের বগুড়াবাসীকে বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি।
সেইসাথে জেলা ও পুলিশ প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ এই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।