1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
বকশিগঞ্জে একসাথে তিন সন্তান প্রসব করলেন তাসলিমা - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ পূর্বাহ্ন

বকশিগঞ্জে একসাথে তিন সন্তান প্রসব করলেন তাসলিমা

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

 102 বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে তাসলিমা বেগম (২৪) নামে এক নারী এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন।
বুধবার (৪ অক্টোবর) বকশীগঞ্জ পৌর এলাকার গোঁয়ালগাও মধ্যপাড়া গ্রামে বাবার বাড়িতে ওই তিন সন্তানের জন্ম দেন তাসলিমা বেগম।
তাসলিমা বেগম শ্রীবরদী উপজেলার রাণীশিমুল এলাকার মালাকুচা গ্রামের অটোভ্যান চালক আবদুল হালিমের স্ত্রী।
তাসলিমা বেগমের বাবা নীল বাদশা জানান, “কিছুদিন আগে বাচ্চা প্রসবের জন্য আমার বাড়িতে আসে তাসলিমা। আজ সকালে প্রসব যন্ত্রণা শুরু হলে স্থানীয়ভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় পর পর তিনটি কন্যা সন্তান প্রসব করে সে। তাসলিমা ও নবজাতকগুলো সুস্থ আছে।”উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, তিন সন্তান প্রসবের খবর পেয়ে গোঁয়ালগাও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনিরা বেগমকে পাঠানো হয়েছে। তিনি নবজাতকের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন এবং পরামর্শ দিয়েছেন। মা ও নবজাতকরা সুস্থ। উপজেলা স্বাস্থ্য বিভাগ যেকোনো প্রয়োজনে ওই পরিবারের পাশে থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত বলেন, “বিষয়টি আমি শুনেছি। মা ও তিন কন্যা সন্তানের খোঁজ নিচ্ছি।”

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park