1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
ফের ৫ বছর পর নতুন গান নিয়ে ইমরান পূজা,সঙ্গে আছে দীগি - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১২:২০ অপরাহ্ন

ফের ৫ বছর পর নতুন গান নিয়ে ইমরান পূজা,সঙ্গে আছে দীগি

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

 49 বার পঠিত

পাঁচ বছর পর নতুন দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা। গানের শিরোনাম ‘চোখে চোখে’। গানটির কথা লিখেছেন পীযূষ দাস। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এর আগে ইমরান ও পূজা জুটির বেশকিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে আরও কয়েকটি গানে কণ্ঠ দিলেও সেগুলো প্রকাশ পায়নি।

এবার পাঁচ বছর পর একসঙ্গে ‘চোখে চোখে’ নিয়ে আসছেন তারা। এ গানটির ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। আর গানটিতে ইমরান ও পূজা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ৫ই নভেম্বর সিএমভি’র ব্যানারে প্রকাশ হবে এ গানটি। ইমরান মাহমুদুল বলেন, আমার ও পূজার গান অনেক দিন পর আসছে। বেশ আলাদা কথা-সুরের একটি কাজ। তার সঙ্গে মিল রেখে ভিডিও করা হয়েছে। আমি, পূজা ও দীঘি কাজ করেছি তাতে।

সবমিলিয়ে গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস। ইমরানের মতো করেই গানটি নিয়ে এক্সাইটেড পূজা। তিনি বলেন, অনেক দিন ধরেই গানটি প্রকাশের কথা চলছিল। ইমরান ও আমার ভক্তরাও অপেক্ষা করছিলেন। অবশেষে ৫ই নভেম্বর গানটি প্রকাশ পাচ্ছে। এর মাধ্যমে আমাদের ও শ্রোতা-দর্শকদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। গানটি সব শ্রেণির শ্রোতাদের ভালো লাগবে বলেই মনে করি।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park