228 বার পঠিত
চার দিন পর আবারও কমল স্বর্ণের দাম। আজ বুধবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুসের মূল্য নির্ধারণ ও পণ্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
এতে বলা হয়, ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য হবে প্রতি ভরি ৯৭ হাজার ৪৪ টাকা। এতদিন যা ছিল ৯৮ হাজার ২১১ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির রুপার দাম ১ হাজার ৫০ টাকা।
এর আগে দাম কমিয়ে গত ৩০ সেপ্টেম্বর সবশেষ স্বর্ণেরর মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়। সে দাম অনুযায়ী আজ পর্যন্ত ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ৯৮ হাজার ২১১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির স্বর্ণের দাম ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৬৬ হাজার ৯৫১ টাকা।
তার আগে গত ২৭ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল, যা ২৮ সেপ্টেম্বর কার্যকর হয়। তার আগে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল। গত ২৫ আগস্ট স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়ায় বাজুস, তাতে স্বর্ণের ভরি লাখের ওপরে পৌঁছে।