45 বার পঠিত
এবারও প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হেরে গেলো ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাদশ। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ব্যারিস্টার জাকির আহাম্মদ ফুটবল একাদশের কাছে ১-০ গোলে হেরে যায় তার দল।
এর আগে ১৭ জুন একই দলের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে পরাজিত হয় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাদশ।উপজেলার লাউর ফতেহপুর ফুটবল মাঠে ব্যারিস্টার জাকির আহম্মদের আয়োজনে হাজার হাজার দর্শকের আগমন ঘটে। টানটান উত্তেজনায় এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। সৌদি আরব প্রবাসী নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন গনপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ ভূঁইয়া।
এসময় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, পায়রা সমুদ্রবন্দর উপসচিব আতিকুল ইসলাম ও নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শেষে ব্যারিস্টার সুমন বলেন, একটি অনলাইন টকশোতে আমাকে বলছিলো আমারা জিতবো। তখন আমি বলছিলাম, ‘পীরের মাইর শেষ রাইতে’। নবীনগর শেষ সময়ে গোল দিয়ে সে পীরের মাইর দেখাইছে।