46 বার পঠিত
মোরেলগঞ্জ পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আল-আজাদ এর নেতৃত্বে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।
রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় মোরেলগঞ্জ থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত প্রাঙ্গণে বিএনপি নেতা অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল- আজাদের সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।
এসময়ে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল, মোরেলগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশ,পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুসালেহ খান,পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান সজল,সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রানা, মোরেলগঞ্জ ১৫নং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস কে শফিকুল ইসলাম,কলেজ ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এসময় অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ বলেন,একটি দেশের ২৫শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এর অর্ধেকটাও নাই। এরপর ফ্যাসিস্ট, স্বৈরাচার, ও বাকশালী সরকারের আমলে সব থেকে বেশী বৃক্ষ নিধোন হয়েছে। কারনে অকারনে তারা গাছ কেটে উজাড় করে ফেলেছে। অপরিকল্পিতভাবে গাছ কাটায় বাংলাদশের জলবায়ু পরিবর্তন হয়ে গেছে। কয়েক মাস যাবৎ যেভাবে গরম পড়ছে। তার মূল কারন হচ্ছে এই গাছ কাটা।
এছাড়াও মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু সালেহ খান বলেন, বাংলাদেশে বনের পরিমান দিনে দিনে কমে আসছে। বর্তমানে দেশের ১০ভাগ বনভূমিও নেই। এরপর অপরিকল্পিতভাবে গাছ কেটে বন উজার করছে। মোরেলগঞ্জও এর বাহিরে নয় উল্লেখ করে আবুসালেহ বলেন, তথাকথিত উন্নয়নের নামে মোরেলগঞ্জ গাছ কটে মরুভূমি করা হয়েছে। এতে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে।
অন্যদিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস কে শফিকুল ইসলাম বলেন, এ আয়োজনের উদ্দেশ্য শুধু চারা রোপণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজে তৈরী হবে গাছের প্রতি এক ধরনের মমতা যা তরুণ সমাজকে এ জাতীয় কাজে আরো উদ্বুদ্ধ করবে।’