159 বার পঠিত
পেয়ারা মৌসুম উপলক্ষে কির্তিপাশা ঝালকাঠির কির্তিপাশা ইউনিয়নের ডুমুররিয়া, ভীমরুলী সহ অন্যান্য বাজার ও খাল সমূহ পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগানের পরিবেশ রক্ষা, খালের পানি দুষনমুক্ত রাখা, এলাকায় শব্দদুষন নিয়ন্ত্রন করার বিষয়ে সভায় আলোচনা হয়। পর্যটকদের ট্রলারে ডাস্টবিন রাখার পরামর্শ দেয়া হয় ট্রলার চালকদেরকে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ভীমরুলী হরিসভা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।
স্থানীয় ট্রলার চালক, বাগান মালিক, পেয়ারা চাষি, দোকান মালিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভাটির আয়োজক ছিলেন ঝালকঠি সদর উপজেলার ৫ নং কির্তিপাশা ইউনিয়ন পরিষদ
কির্তিপাশার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রহিম’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা, জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব ডেপুটি কালেক্টর (আরডিসি) আহম্মেদ হাছান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাছবির হোসেন।