1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
বাকৃবিতে বায়োলজি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

বাকৃবিতে বায়োলজি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মো. জাহিদ হাসান
  • প্রকাশ শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

 107 বার পঠিত

বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড ২০২১ ময়মনসিংহ অঞ্চলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) টিএসসিতে ওই পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

জানা যায়, গত ৭ মে অনলাইনে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনো, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার মোট ৩০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১০৭ জনকে বিজয়ী নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে বায়োলজি অলিম্পিয়াড ময়মনসিংহ অঞ্চলের সভাপতি ও বিশ^বিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. খ. ম. গোলাম সারওয়ার, অধ্যাপক ড. মো. সবিবুল হক, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেন। এছাড়াও অলিম্পিয়াডে বিজয়ী পরিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park