170 বার পঠিত
পিরোজপুর প্রতিনিধি>কনকনে শীতে বিভিন্ন জাগায় ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। গতকাল সোমবার রাতে শহরের বাস টার্মিনাল, পুরাতন বাসস্ট্যান্ড, সিও অফিস চত্তর সহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করলেন পিরোজপুরের জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল এমরান খান, পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।
এসময় জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছি। এই শীতে কোন অসহায় ছিন্নমূল মানুষ যেনো শীতে কষ্ট না পায় তাই আদের এই প্রচেষ্টা। জেলায় কেউ গৃহহীন থাকবে না কেউ শীতে কষ্ট পাবে না।
এসয় শহরের বিভিন্ন জায়গার অসহায় ছিন্নমূল শতাধিক মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।