1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
ইবিতে জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের উদ্যোগে পিঠা উৎসব - দৈনিক দেশেরকথা
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

ইবিতে জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের উদ্যোগে পিঠা উৎসব

মোঃ সাব্বির খান
  • প্রকাশ রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

 210 বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের উদ্যোগে পিঠা উংসবের আয়োজন করা হয়েছে। ২২ জানুয়ারি (সোমবার)  সকাল ৯ টার সময় শুরু হয়ে দিনব্যাপী ক্যাম্পাসের ডায়না চত্বর সংলগ্ন বটতলায় এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গন বিভিন্ন বিভাগের  শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। কেউ সেলফি তুলছে আবার কেউ কেউ বন্ধু-বান্ধবী একসাথে দেখতে এসেছে পিঠা উৎসব। অনেকে ভিন্ন ভিন্ন পিঠার স্বাদ উপভোগ করছে। এছাড়াও দেখা যায় অনেকে আগ্রহ নিয়ে ভীড় করে দেখছে সব বাহারি রকমের পিঠা।

জানা যায়, এবার পিঠা উৎসবে প্রায় ৩০ ধরনের পিঠা সরবরাহ করা হয়। আর এসব পিঠা জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা নিজের হাতে তৈরি করেছে। এসব পিঠা খাওয়ার জন্য নিদিষ্ট কিছু অর্থের বিনিময়ে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 

পিঠা উৎসবে আসা আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ এর কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ক্যাম্পাসে এমন একটা পিঠা উৎসবের আয়োজন দেখে আমার অনেক ভালো লাগছে। আমিও কয়েকটি পিঠা খেলাম এবং আমি যেন সেই গ্রামের বাড়িতে পিঠা খাওয়ার স্মৃতি ফিরে ফেলাম। আমার মনে হয় ক্যাম্পাসে এমন পিঠা উৎসবের আয়োজন মাঝে মাঝে করা উচিত।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park