1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
পাবনার সাঁথিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত হলো দৃষ্টিনন্দন সেতু - দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন প্রধান উপদেষ্টার সঙ্গে ৬ সংস্কার কমিশন প্রধানের বৈঠক ঠাকুরগাঁওয়ের মাটির কুঁড়েঘর থেকেই উঠে আসা তিন নারী ফুটবলার খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর কুচকাওয়াজ রিক্রুট ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীর বৃদ্ধ দম্পতি হত্যার রহস্য উদঘাটন; গ্রেফতার ১ পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের স্বপ্ন দেখতে হবে:প্রধান উপদেষ্টা ট্রেনের টিকিট বিক্রিতে নতুন নির্দেশনা সদরপুরে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে সাগরের পথে নতুন আশায় বুক বেঁধে উপকুলের জেলেরা 

পাবনার সাঁথিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত হলো দৃষ্টিনন্দন সেতু

পাবনা প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

 159 বার পঠিত

পাবনার সাঁথিয়ার আত্রাইশুকা ও বিষ্ণুবাড়িয়া গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে বাঁশের ভাঙ্গা সেতু হয়ে গেল লোহা ও কাঠের মজবুত সেতু। এতে নদী পারাপারের দুর্ভোগ থেকে রক্ষা পেলো দুই গ্রামের বাসিন্দারা। অর্থ সংকটে দীর্ঘদিন বাঁশের সেতুটি ছিল জরাজীর্ণ। হাড়ি- চাঁদা তুলে স্বেছাশ্রমে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন লোহা ও কাঠের মজবুত এই সেতুটি। ভাঙ্গা সেতুতে পারাপারে প্রায়ই ঘটছিল ছোট বড় দুর্ঘটনা।

জানা যায়,উপজেলার সীমান্তবর্তী আত্রাইশুকা ও বিষ্ণুবাড়িয়া গ্রাম দুটির সীমানা দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী আত্রাই নদী। নদীটির উপর নির্মিত বাঁশের সেতু পার হয়ে হাট-বাজার,স্কুল কলেজ,মাদরাসায় ও চিকিৎসা সেবা গ্রহণে সুজানগর উপজেলার চরগোবিন্দপুর বাজারসহ সাঁথিয়া উপজেলা ও জেলা সদরে আসতে হয় আত্রাইশুকা ও বিষ্ণুবাড়িয়া গ্রামের লোকজনকে। দীর্ঘ ৩০/৩৫ বছর লোকজন জোড়াতালি দিয়ে বাঁশের সেতুটি ব্যবহার করে আসছে। বছরের পর বছর সেটা মেরামত করে যেন ক্লান্ত হয়ে পড়ছে তারা। আগস্ট মাসের প্রথমদিকে এটি পারাপারর অযোগ্য হয়ে পড়ে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রভাতী কিন্ডারগার্টনের আয়া স্বামী পরিত্যক্তা মনোয়ারা খাতুন জানান,আমি দারিদ্র মানুষ। আমার ঘর-বাড়ি কিছুই নাই। এ সেতু দিয়ে প্রতিদিন কর্মস্থলে যেতে হয়।এটি মেরামতে আমিও চাঁদা দিয়েছি যাতে নিরাপদে পারাপার হওয়া যায়।আত্রইশুকা গ্রামের উঠতি বয়সী যুবক,নারী-পুরুষ স্বেছাশ্রমে এটি মেরামত শুরু করে। ২০ দিনের মাথায় এটি সুসম্পন্ন হয়।সিমেন্টের ও লোহার রড় দ্বারা তৈরি করা হয়েছে মোটা পিলার। তার উপর দুই পাশ দিয়ে লোহার পাত বসিয়ে করা হয়েছে ফ্রেম। লোহার তৈরি ফ্রেমের উপর বসানো হয়েছে শক্ত,মজবুত কাঠের তক্তা। দুই পাশে ধরার জন্য দেয়া হয়েছে লোহার পাইপ। এলাকার নারী-পুরুষ,ছাত্র/ছাত্রী ও ব্যবসায়ীসহ সকল শ্রেণিপেশার মানুষ নিরাপদে সেতুটি দিয়ে পারাপার হচ্ছে।

ব্যবসায়ী মুকুল হোসেন জানান, বাঁশের সেতুতে নিরাপত্তার অভাব। লোহা ও লোহার তৈরি মালামাল বাড়িতে আনতে পারি না।বাজারে অধিক খরচ করে ঘর ভাড়া করে মালামাল রাখতে হয়। সেখান থেকে প্রয়োজনমতো মালামাল মাথায় করে বাড়িতে আনতে হয়। সরকারি সহায়তা না পেয়ে সেপ্টেম্বর মাসে এলাকাবাসী পরিবার প্রতি চাঁদা তুলে এটি মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়। আত্রাইশুকা গ্রামের আব্দুল সাত্তার খান জানান,পরিবার প্রতি চাঁদা তুলে এটি মাস ব্যাপী মেরামত করি। মেরামত বাবদ প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। গ্রামবাসীর নিকট থেকে ২ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করা হয়। স্থানীয় চেয়ারম্যান মুনসুর আলম পিনচু দিয়েছেন ২০ হাজার টাকা। এখনও প্রায় ২০ হাজার টাকা বাকি রয়েছে। এ টাকা নিয়ে চিন্তায় রয়েছি আমরা।

ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আলম পিনচু বলেন,সেতুটি আমি পরিদর্শন করেছি। আমি কিছু আর্থিক অনুদানও দিয়েছি। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন জানান, এ ধরনের সেতু বা সাঁকো নির্মাণ, মেরামতের জন্য উপজেলা পরিষদ থেকে কোন আর্থিক সহায়তা দেয়া হয় না।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park