1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
পাবনার চাটমোহরে বেগুনের কেজি ৫ টাকা! - দৈনিক দেশেরকথা
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম পটুয়াখালী-৩ ( গলাচিপা-দশমিনা) আসন থেকেই নির্বাচন করবেন- গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক  ভিপি নূর বেরোবির বঙ্গবন্ধু হলে অবৈধ শিক্ষার্থী অপসারণে প্রভোস্ট বডির অভিযান ; ১১৫ আসন ফাঁকা  সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৪ জেলের কারাদণ্ড অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা চার স্তরের নিরাপত্তায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের দাবী জামায়াত নেতৃবৃন্দের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ, ৭২ ছাত্রলীগ কর্মীর নামে মামলা  ভরনণপোষণের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবন্ধীর জমি আত্মসাত  এনআইবি ডিজি নিয়োগে জটিলতার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

পাবনার চাটমোহরে বেগুনের কেজি ৫ টাকা!

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

 74 বার পঠিত

পাবনার চাটমোহরে মাত্র চার দিনের ব্যবধানে ৬০ টাকা কেজি দরের বেগুন এখন পাইকারী বাজারে ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে সেই বেগুন বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ ১৫ টাকা কেজি দরে। তারপরও মিলছেনা ক্রেতা।

শনিবার (১৬ মার্চ) চাটমোহরের বিভিন্ন বাজারে এ দরে বেগুন বিক্রি হতে দেখা যায়। অথচ রমজানের প্রথমদিন চাটমোহরের হাট-বাজারে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এ সবজি।

চাটমোহর পুরাতন বাজারের খুচরা সবজি বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, বাজারে বেগুনের ব্যাপক আমদানী হয়েছে। বাজারের সবচেয়ে ভালো বেগুন বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি। আর একটু নিম্নমানের বেগুন পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আড়তে এতো বেশি বেগুনের আমদানী হয়েছে যে খুচরা বিক্রেতাদের চাহিদার কয়েকগুণ বেশি। অনেক কৃষক বাজারে খুচরা বেগুন বিক্রি করছেন। যে যার মতো কম দামে বেগুন বিক্রি করছেন। কিছু করার নেই। কাঁচামালের ব্যবসা এমনই হয়।’

মথুরাপুরের বেগুন চাষী আক্কাস আলী বলেন, অসময়ের বেগুন চাষে গতবছর রমজানে চাষীরা ভালো দাম পেয়েছিলেন। তাই এবারও অনেকেই বেগুন চাষ করেছেন। কিন্তু এবার বেগুনের দাম তুলনামূলক অনেক কম। বেগুন চাষীদের এবার লোকসান গুনতে হবে।

বাজারে সবজি কিনতে আসা ছোট শালিখা মহল্লার মোহাম্মদ আলী বলেন,‘বেগুনের দাম শুনে আমি নিজেই অবাক হলাম। গতবছর রমজানে প্রতিকেজি বেগুন ৬০-৯০ টাকা কেজি দরে কিনেছি। এবারও প্রথম রোজায় ৫০ টাকা কেজি কিনতে হয়েছে। ভেবেছিলাম এর কমে আর বেগুন মিলবেনা। কিন্তু এসে দেখছি বেগুন ১০ টাকা কেজি। তাই এক কেজি বেগুন কেনার ইচ্ছা থাকলেও দাম শুনে দুই কেজি কিনেছি।’

চাটমোহর পুরাতন বাজারের আড়তদার ও চাটমোহর ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন প্রচুর বেগুন আড়তে আসছে। দুপুরে ২ টাকা কেজি বেগুনও বিক্রি হয়েছে। প্রথম রমজানে বেগুনের যে দাম ছিল এখন তার চার ভাগের এক ভাগ দামও নেই। তবে কয়েকদিনের মধ্যে বেগুনের দাম আবার বেড়ে যেতে পারে বলে জানান তিনি।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park