1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
পাবনার ঈশ্বরদীতে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

পাবনা প্রতিনিধি
  • প্রকাশ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

 72 বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে ট্রাক, সিএনজি ও শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের ত্রি-মুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার স্কুলপাড়া চারা বটতলা এলাকার বানেশ্বর-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন- লালপুর পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী। তাঁরা সকলেই সিএনজির যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সিএনজি চালক মাহাবুল (৩২) ও ঈশ্বরদী আওতাপাড়া গ্রামের মালেক (৩০)। তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, লাকড়ি (খড়ি) বোঝাই পাওয়ার টিলার মহাসড়ক দিয়ে ঈশ্বরদী শহরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ট্রাক আসছিল। এ সময় পাওয়ার টিলার ও ট্রাকটির মধ্যে সিএনজিটি ঢুকে পড়ে। এতে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ২ জন। ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিব হোসেন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। একই সময় ২ জন আহত ব্যক্তিকেও আনা হয়, তবে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, এ বিষয়ে থানায় একটি দুর্ঘটনার মামলা করা হয়েছে। নিহত যাত্রীদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park