71 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>বাড়িতে যখন চলছে লাশ দাফনের প্রস্তুতি।পরিবারে চলছে কান্নার রোল।পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।এমন মর্মান্তিক অবস্থায় নীলফামারীর কিশোরগঞ্জে বাবা নামের বটবৃক্ষের লাশ বাড়িতে রেখে সাজু মিয়া নামের এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৯ মে)সকাল ৮ দিকে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী কাউয়ার মোড় বাংলার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে,সাজু মিয়া চলতি এসএসসি পরীক্ষায় ভেড়ভেড়ী হাজির হাট স্কুল থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মানবিক শাখা থেকে ১১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছে।ওই শিক্ষার্থী জানান,আমার বাবা গোলাম রব্বানী গত দু’বছর থেকে পেটের ব্যাথায় ভুগছিলেন।
চিকিৎসকরা বাবাকে ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বাবার সংসারে আর্থিক দৈন্যতার কারণে ভারতে উন্নত চিকিৎসা জন্য নেওয়া সম্ভব হয়নি।
এমন অবস্থায় সোমবার গভীর রাতে বাবা খুব অসুস্থ হয়ে পড়েন।মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব আব্দুল মালেক বুলবুল ঘটনার বিষয় স্বীকার করে বলেন, বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া খুবই কষ্টকর এবং মর্মান্তিক।তবুও ছেলেটি আজকে গণিত বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছে।তার পারিবারিক সূত্রে জানতে পেরেছি বাদ জোহর শিক্ষার্থীর বাবার লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।