141 বার পঠিত
আগামি ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুর জেলার ভাংগা উপজেলার কাউলিবেরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে ব্যপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন অহেদ খন্দকার। ইতিমধ্যে তিনি তার জনসাধারণের মাঝে ব্যাপক সারা পাচ্ছেন তিনি।
জয়ের ব্যাপারে তিনি আশাবাদি। অহেদ খন্দকার ইতিপুর্বেও এই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার হয়ে এলাকায় জনগণের সেবা করেছেন। কথা হয় পুটিয়া গ্রামের আলোমগীর সেখের সাথে। তিনি জানান, এলাকার ভিতরে অহেদ খন্দকার একজন ভালো মনের মানুষ।
তিনি ইতিপুর্বেও এই ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছিলেন। এবারো তিনি অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করবে।আলোমগীর সেখ বলেন এলাকায় উন্নয়ন চাইলে এর মতো লোক মেম্বার হওয়ার প্রয়োজন আছে। তিনি ৪ নং ওয়ার্ডের মেম্বার পদে অহেদ খন্দকার কে ভোট দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।