বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতু দিয়ে শুরু হলো যান চলাচল।
প্রথম সুযোগেই সেতু পার হওয়ার জন্য রাত থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে ছিল গাড়ির দীর্ঘ সারি।
আর ভোর হতেই শুরু হয়ে যায় যান চলাচল।
যানবাহন চলাচল । আগেই ঘোষণা করা হয়েছিল যে আজ রোববার ভোর ৬টা থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে।
এর আগে শনিবার পদ্মা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে পদ্মা সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, নির্দিষ্ট পরিমাণ টোল দিয়ে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে সেতুর ওপর দিয়ে পদ্মা পার হচ্ছে।
এদিকে স্বপ্নের পদ্মা সেতু পার হতে পেরে আনন্দ বিরাজ করছে সকলের মনে।