93 বার পঠিত
এ আমার দেশ
নুর আলম আহামেদ
চিরচেনা চিরজানা এই পথ পারাপার
আমি চাই আমি চাই নিজেকে হারাবার।
পাখিদের কলতানে ঘুম নেক উড়িয়ে
সকালের ঐ সূর্য দুঃখ দেক পুড়িয়ে!
মেঘনার বাকেতে জেলেদের মেলা হোক
দিন শেষে আনন্দের খেলা হোক খেলা হোক!
গাছের ঐ ফুলে ফলে শুভাশিত চারিধার
কত রুপ কত গুন বলব আমি তার?
নদীর ঐ দুই তীরে কাশফুলের মেলা হয়
সূর্য ডোবার আগ মূহুর্তে আলোছায়ার খেলা হয়!
ফসলের মাঠে হয় সবুজের খেলা
সারা দিন তাই দেখে কেটে যায় বেলা!
বেলা শেষে সন্ধ্যায় পাখিরা নীড়ে যায়
আমারও ত মা ডাকে আয় খোকা ফিরে আয়!
তোমাতে হোক বসতি মোর, তোমার চরণ চুমি
আমি ভালোবাসি,আমি ভালোবাসি তোমায় জন্মভূমি
রুপের কথা গুনের কথা বলে তো হবেনা শেষ,
আমি ধন্য আমি গর্বিত এ আমার বাংলাদেশ!
সকালের কুয়াশায় আমি চাই হাটিতে,
দিও মোরে মাটি দিও গ্রামেরই মাটিতে।