74 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্তর পর এবার ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবন থেকে বুধবার সকালে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
এসময় উপজেলা হলরুমে প্রজেক্টরের পর্দার সামনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসনে বাবুল প্রমূখ।
কনফারেন্স শেষে জেলা প্রশাসক ৪৫জন গৃহহীনের মাঝে বাড়ির চাবি ও ২ শতক করে জমির দলিল তুলে দেন। উল্লেক্ষ্য, প্রধানমস্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প হতে এ উপজেলায় ৬৬২টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। এর আগে ২০১৪ সালে সহ¯্রাধিক ভিক্ষুককে পুনর্বাসনের মাধ্যমে এ উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা করেন।