207 বার পঠিত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে সরকার পতন করা যাবে না।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় কেরানীগঞ্জের জিনজিরা বাসস্ট্যান্ড রোডে শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেতুমন্ত্রী বলেন, আমরা যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছি, ৭১-এ নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেননি, আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার সরকারকে থামানো যাবে না। আমরা নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধানের। কেরানীগঞ্জের মাটি দুর্জয়ের ঘাটি। কেরানীগঞ্জের মানুষ সংগ্রামী মানুষ।
এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, মানুষ অধীর আগ্রহে আছে আগামী নির্বাচনে আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য। আপনারা দেখেছেন বিএনপি ও জামায়াত আবারেও আগামী নির্বাচন বানচাল করার জন্য রাজপথে নেমেছেন। এ দেশের জনগণ চায় নির্বাচন, অথচ তারা নির্বাচন বন্ধ করতে চায়। কারণ তারা জানে নির্বাচন করে ক্ষমতায় আসার সুযোগ তাদের নেই।