105 বার পঠিত
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন ভবনে পৌঁছান তিনি। এরপর তিনি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যান।
এসময় ডিএমপি কমিশনারের কাছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সবকিছু স্বাভাবিক রয়েছে।’
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক দলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি ঘিরে কোনো হুমকি তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা রাজনৈতিক দলের বিষয়।’
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার সন্ধ্যায় ঘোষণা করা হবে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ, র্যাব ও বিজিবিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট সব সংস্থা।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইসি ঘিরে জলকামান-এপিসি (আরমার্ড পার্সোনেল ক্যারিয়ার) টহলসহ ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।