1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো আপত্তি নেই: প্রধান উপদেষ্টা - দৈনিক দেশেরকথা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম হাসিনাসহ খুনিদের বিরুদ্ধে আবারো রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত আছি: সারজিস আলম কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ  অনুষ্ঠিত  ত্রিপুরা-কলকাতার হাইকমিশনারকে ফেরানো হলো ঢাকায় জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ সদরপুরে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সিস্টেম শক্তিশালী করণ বিষয়ক সভা  ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রায় ৪৩ মাস পর জামিনে মুক্তি পেলেন বাবুল আক্তার খাগড়াছড়িতে পরিবেশ প্রকৃতিবান্ধব নিরাপদ চাষাবাদে  কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত -সঞ্চিত  অর্থে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো আপত্তি নেই: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

 41 বার পঠিত

আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। এমন শিরোনামে ড. ইউনূসের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু।

সোমবার (১৮ নভেম্বর) দ্য হিন্দুর অনলাইন সংস্করণে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি, এবং বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বলেছে, সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাই তারা ইতোমধ্যেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে তার কোনো আপত্তি আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, আমি রাজনীতিবিদ নই যে একটি দল বা অন্য একটি দলকে বেছে নেব। আমি রাজনীতিবিদদের ইচ্ছা বাস্তবায়নে সহায়তা করছি।

বাংলাদেশে উগ্রপন্থার উত্থান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এসব প্রোপাগান্ডা।’ এ সময় দুই দেশের সম্পর্ক নিয়েও নিজের মতামত তুলে ধরেন তিনি।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ। হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার সেখানে থাকা অন্তত আপাতত কোনো সমস্যা নয়। কিন্তু বাংলাদেশ নিয়ে তার কথা বলাটাই সমস্যা। তিনি বাংলাদেশিদের সঙ্গে কথা বলছেন, যা রাজনৈতিক। তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটাই সমস্যা।

ড. ইউনূস আরও বলেন, হাসিনা একটি অডিও ক্লিপে মানুষকে বিভিন্ন শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করার জন্য আহ্বান জানাচ্ছিলেন। তাদের বলছিলেন, (যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট) ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন করতে যেন পুলিশ তাদের থামালে তারা বলতে পারে বাংলাদেশের সরকার যুক্তরাষ্ট্রবিরোধী। এটা একটি দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ।

দুই দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ এখনো কেন হাসিনার প্রত্যর্পণের জন্য আবেদন করেনি কেন, এমন প্রশ্নের জবাবে অন্তর্র্বতী সরকারের প্রধান বলেন, আমার মনে হয় আইনি প্রক্রিয়া চলছে। তবে আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি।

ভারত যদি চুক্তি মেনে প্রত্যর্পণ না করে, তাহলে কী হবে, এমন প্রশ্নের উত্তরে ড. ইউনুস বলেন, আপনি কি বলছেন যে ভারত চুক্তি লঙ্ঘন করবে? হ্যাঁ, এ রকম কিছু ধারাও রয়েছে। তবে যদি ভারত সরকার এই ধারাগুলো ব্যবহার করে তাকে সেখানে রাখতে চায়, তাহলে এটি আমাদের মধ্যে খুবই অস্বস্তিকর সম্পর্ক সৃষ্টি করবে।

তিনি সতর্ক করে বলেন, যদিও অন্তর্র্বতী সরকার সংক্ষিপ্ত মেয়াদে কাজ করছে। ভারতের অস্বীকৃতি আমাদের পরে যারা সরকারে আসবে তারাও কোনোভাবেই ক্ষমা করবে না।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park