1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. jonehaidar42@gmail.com : Daynik DesherKotha : Daynik DesherKotha
নির্বাচনের আগে দেশে টেকসই ও কার্যকর সংস্কার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম সুনামগঞ্জের মধ্যনগরে যাত্রীবাহী নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু মাধবপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত নীরব প্রতিবাদের প্রতীক : আবু সাঈদ মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম চা পাতার নির্যাসে তৈরি সিলভার কণায় দ্বিগুণ বৃদ্ধি পাবে জারবেরা ফুলের জীবনকাল নবীনগরে তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে কৃষক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জে জুলাই ম্যারাথনে বাঁধের পথে বাঁধভাঙা শুক্রবারের ফজিলত নিয়ে রাসূল (সা.)-এর গুরুত্বপূর্ণ হাদিস রাজবাড়ীতে এনসিপির পথসভায় ভাবি স্লোগানে মাতলেন কর্মীরা রাখাইনে জান্তার নৌঘাঁটি ঘিরে রেখেছে আরাকান আর্মি, তীব্র সংঘর্ষ

নির্বাচনের আগে দেশে টেকসই ও কার্যকর সংস্কার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

 133 বার পঠিত

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘জুলাই বিপ্লবের মূল প্রতিশ্রুতি ছিল সংস্কার। সেই প্রতিশ্রুতি পূরণে তার সরকার বদ্ধপরিকর। নির্বাচনের আগে দেশে টেকসই ও কার্যকর সংস্কার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।’’

সোমবার (২ ডিসেম্বর) সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ড. ইউনূস বলেন, ‘‘বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসার সুযোগ-সুবিধা সহজ করতে সরকার গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।’’

দেশের স্থিতিশীলতা ও সংস্কারের অগ্রগতি

ড. ইউনূস আরও উল্লেখ করেন, ‘‘দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। তবে সমাজের বিভিন্ন গোষ্ঠীর উচ্চ প্রত্যাশা এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আমরা প্রত্যাশা পূরণের চেষ্টা করছি, তবে এ বিষয়ে অত্যন্ত সতর্ক।’’

তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ‘‘আমরা দুর্নীতি দমন করেছি, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজতর করেছি এবং শ্রম আইনের ক্ষেত্রে আইএলও কনভেনশন অনুমোদনের জন্য পদক্ষেপ নিয়েছি।’’

সুইডেনের সমর্থন:

বৈঠকে রাষ্ট্রদূত উইকস বলেন, ‘‘আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারকে সমর্থন করি। পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং প্রশাসনিক সংস্কারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রশংসনীয়। এই পরিবর্তনের উদ্যোগে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’’

নারীর ভূমিকা ও অন্যান্য আলোচনা:

বৈঠকে জুলাই-আগস্ট বিপ্লবের প্রেক্ষাপট, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশে সুইডিশ বিনিয়োগের সম্ভাবনা এবং গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়েও বিশদ আলোচনা হয়।

এই আলোচনায় উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী।

ড. ইউনূস তার বক্তব্যে জানান, বর্তমান অন্তর্র্বতী সরকার ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে সংস্কার প্রক্রিয়াকে অগ্রাধিকার দিচ্ছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park