1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নিরাপদ সড়কের দাবিতে উত্তাল ইবি, কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ  - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন

নিরাপদ সড়কের দাবিতে উত্তাল ইবি, কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ 

মোঃ হাছান
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

 40 বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) প্রধান ফটকের সামনে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসাইন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের অধিকাংশই আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। 

জানা যায়, বুধবার বিকেলে মনির হোসাইন ক্লাস শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-কুমারখালি মহাসড়কে ট্রাক ও সিএনজির সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। এই ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের পাশাপাশি নিরাপদ সড়কের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা অবিলম্বে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার দাবি জানান। পাশাপাশি মনির হোসাইনের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও দায়ী ট্রাক চালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park