39 বার পঠিত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যদের প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মদিনাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিনের ছোট ভাই রবিন মোল্লার মালিকানাধীন ঝুটের গুদাম।
শত্রুতাবশত গুদামটিতে আগুন লাগানো হয়েছে বলে দাবি কাউন্সিলরের। তিনি দাবি করেন, নাশকতাকারীরাই অগ্নিসংযোগ করেছে। আগুন প্রায় দেড় কোটি টাকার ঝুট পুড়ে গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, এলাকাবাসীর খবর পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।