54 বার পঠিত
ব্যুরো চীফ ময়মনসিংহ>নাশকতার অভিযোগে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গদলের ১২জন নেতাকর্মীকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ। শুক্রবার শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সদর থানা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মোকছেদুর রহমান হারুন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানু রহমান, পৌরসভার ১১নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন ও উত্তর শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপুল ও অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, পুলিশ বিনা কারনে বিএনপি নেতাকর্মীদের আটক করে নিয়ে মামলা দিচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, নাশকতার অভিযোগে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি ।