173 বার পঠিত
‘ফার্মেসী স্ট্রেনথিং হেলথ সিস্টেমস’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগের উদ্যোগে ও ফার্মেসী সোসাইটির সহযোগিতায় নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে থেকে র্যালির মাধ্যমে দিনটি উদযাপন শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের নানা সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিজ্ঞান অনুষদে এসে শেষ হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে ফার্মেসী শিক্ষার্থীদের জন্য সেমিনারের আয়োজন করা হয়।এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে ছিলেন সিনিয়র সাইন্টিফিক অফিসার ও এসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর , এস্টাব্লিশ্মেন্ট অফ ইন্সটিউট অফ বায়োএকুইভালেন্স স্টাডিস এন্ড ফারমাসিউটিক্যাল সাইন্স, বিসিএসআইআর’র সত্যজিৎ রায় রনি। তিনি মূলত ফার্মেসী গ্র্যাজুয়েটদের বিভিন্ন ফারমাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি ও পাশাপাশি গবেষণার বিষয়ে কথা বলেন।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “এখন আমরা সামান্য মশার কামড় থেকে সৃষ্ট ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে পারছি না। একসময় আসবে যখন আমরা সামান্য কাটা গেলে মারা যাব। এর কারণ হবে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স। এসকল বিষয়ে গবেষণা, আবিষ্কারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফার্মাসিস্টরাও আমাদের ঔষধ শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা।”
ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘আমরা প্রতিনিয়ত বিভাগের ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি গবেষণামুখী করতে প্রায়ই এরকম সেমিনারের আয়োজন করে থাকি। ভবিষ্যতেও এরকম আরো সেমিনারের আয়োজন করতে চাই।’
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. খলিফা মোহাম্মদ হেলাল, বিভাগের ছাত্র উপদেষ্টা হালিমা আকতার, সহকারী অধ্যাপক জয় চন্দ্র রাজবংশী ও প্রভাষক বিদ্যুৎ কুমার সরকার।