1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
নাটোরের নলডাঙ্গায় আগুনে পুড়ে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই! - দৈনিক দেশেরকথা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম হাসিনাসহ খুনিদের বিরুদ্ধে আবারো রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত আছি: সারজিস আলম কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ  অনুষ্ঠিত  ত্রিপুরা-কলকাতার হাইকমিশনারকে ফেরানো হলো ঢাকায় জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ সদরপুরে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সিস্টেম শক্তিশালী করণ বিষয়ক সভা  ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রায় ৪৩ মাস পর জামিনে মুক্তি পেলেন বাবুল আক্তার খাগড়াছড়িতে পরিবেশ প্রকৃতিবান্ধব নিরাপদ চাষাবাদে  কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত -সঞ্চিত  অর্থে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

নাটোরের নলডাঙ্গায় আগুনে পুড়ে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই!

মোঃ জামিল হায়দার (জনি)
  • প্রকাশ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

 248 বার পঠিত

নাটোরের নলডাঙ্গায় গতকাল রাত্রী আনুমানিক সাড়ে ১০ ঘটিকায় আগুন পুড়ে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই। 

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কৃষকের বাড়ির যাবতীয় আসবারপত্র, নগদ টাকাসহ আগুনে পুড়ে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আনছার কাজী(৪২) পিতা মৃত সেকেন্দার কাজী, তিনি উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামের একজন কৃষক।

এছাড়াও একই গ্রামের পাশের বাড়ি শামীম হোসেন(৩৬) পিতা মৃত মোশাররফ এর ঐ অগ্নিকাণ্ডে একটি পুয়াল পালা সহ একটি ছাপড়া ঘর পুড়ে যায়। ওনার এক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে শামীম হোসেন জানান ও ওনার চাচা আনসার কাজীর প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

স্থানীয় এলাকাবাসী ও নলডাঙ্গা  ফায়ার ষ্টেশনে কর্মরত ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ মেহেরুল ইসলাম তিনি জানান, রবিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামের কৃষক আনছার আলীর বাড়িতে আগুন লাগে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে বসতবাড়ির আসবারপত্র, নগদ টাকা, কৃষি পণ্য পুড়ে যায়। ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।

তবে কিভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে জানা না গেলও রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার কথা শোনে আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষককে সমবেদনা জ্ঞাপন করে উপস্থিত খাদ্য ও বস্ত্র প্রদান করা হয় এবং ক্ষতিগ্রস্ত কৃষককে পরবর্তীতে সরকারি ভাবে সহযোগিতা প্রদান করা হবে বলে জানান। 

এসময় উপস্থিত ছিলেন, ২নং মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা সহ প্রমূখ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park