34 বার পঠিত
অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় ৩দিনব্যাপী অমর একুশের বই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বই মেলার আয়োজন করেন নলডাঙ্গা উপজেলা একুশে বইমেলা উদযাপন পরিষদ, সভাপতিত্বে করেন উপজেলা একুশে বইমেলা উদযাপন পরিষদের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম ও সহযোগিতায় উপজেলা প্রশাসন। বই মেলার শুভ উদ্বোধন করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুর ইসলাম হাদু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা মাসুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নুকুল সহ প্রমূখ।
বই মেলায় ২২ টি স্টলে বিভিন্ন বই নিয়ে বসেছেন। এছাড়া বই মেলায় প্রতিদিন শিশুদের কুইজ, ছড়া, আবৃতি, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়িত হবে।
পরে অতিথিগণ বইমেলার স্টল গুলো ঘুরে দেখেন। এসময় সকলকে বই মেলায় এসে বই কেনার ও পড়ার আহবান জানান ইউএনও