46 বার পঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউপির ভিটিভিশারা গ্রামের প্রয়াত জীবন মিয়া ও হালিম বেগমের বড় মেয়ে হেলেনা বেগম (৫০) আদম পাচারকারির খপ্পরে পড়ে ৪২ বছর আগে ঢাকা থেকে পাকিস্তানের করাচীতে পাচার হন। তখন তার বয়স ছিল মাত্র ০৮ বছর। পরে তার পরিবার ও আত্মীয়-স্বজনরা তাকে দীর্ঘ দিন খুঁজাখুঁজির পর না পেয়ে মৃত বলে ধরে নিয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, হেলেনা বেগমের বৃদ্ধ মা হালিম বেগমের (৮০) কাছে ইউরোপ প্রবাসী এক ব্যক্তির ফোন আসে। ফোনে কথা-বার্তা বলে জানতে পারেন তার হারিয়ে যাওয়া মেয়ে হেলেনা বেগম এখন পাকিস্তানে আছেন। মা-বাবার ভোটার আইডি কার্ড না থাকায় তিনি সেদেশে এখনো নাগরিকত্ব পাননি। যিনি ফোন দিয়েছেন তিনি সম্পর্কে হেলেনা বেগমের মেয়ের জামাই হন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতায় হেলেনার বাঙলাদেশে থাকা বৃদ্ধ মা হালিম বেগম ও তার পরিবারের মোবাইল নাম্বার সহ ঠিকানা জানতে পারেন ইউরোপ থেকে। হেলেনা বেগম এখন ফিরতে চান তার প্রিয় জন্ম ভূমি বাংলাদেশের ভিটিভিশারা গ্রামে। সেজন্য প্রায় দিন মা-মেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করছেন। তারা বাঙলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছেন।