1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরের ঐতিহ্য সংরক্ষণে জোবাইদ মোমেনের ডিজিটাল প্লাটফর্ম নবীনগরের অ্যালবাম - দৈনিক দেশেরকথা
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু,৪০৩ জন হাসপাতালে ভর্তি গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করে তুলে ধরা হবে ১৬ বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ চট্টগ্রামে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরেও যে কারণে পর্যটক নেই শ্যামলীতে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের অভিযান, হামলা, ৩ শিক্ষার্থী আহত ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবি অনুরোধ পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় পিলখানায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি সাবেক সেনাপ্রধান জেনারেল মইনের পিরোজপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

নবীনগরের ঐতিহ্য সংরক্ষণে জোবাইদ মোমেনের ডিজিটাল প্লাটফর্ম নবীনগরের অ্যালবাম

সঞ্জয় শীল
  • প্রকাশ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

 163 বার পঠিত

জোবাঈদ আহাম্মদ মোমেন। বয়স এখন চল্লিশ পেরিয়ে। দুই কন্যা সন্তানের জনক এমবিএ শেষ করে বায়িং হাউজের চাকরি সূত্রে এখন বসবাস করছেন ঢাকায়।

এখনো যেনো তরুন ও উৎফুল্ল, চেনা পরিবেশ, মানুষ ও স্মৃতির কাছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্স পেরিয়ে তার বাড়ি। দুরন্ত মোমেন খেলাধুলা ভালবাসতেন। ভালবাসতেন কৌতুহলী কোন কিছু যেচে পড়ে অনুসন্ধানে নেমে পড়ে তার রসদ উপভোগে। নবীনগরের খেতাব প্রাপ্ত ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে লিখেছেন বই। সাপ্তাহিক নবীনগর পত্রিকার বর্ষ পূর্তিতে হয়েছেন সম্মানিত,  পেয়েছেন পুরুষ্কার। 

নবীনগর উপজেলাটি কয়েকটি পরগনা ও এমএলএ শাসিত রাজনৈতিক অঞ্চল হলেও এখানে জন্মানো মহামানবদের ভুমিতে ছড়িয়ে-ছিটিয়ে আছে স্মৃতি কাতরতা। রাজ শাসন, জমিদারি প্রথা, শিক্ষা-সংস্কৃতি, অ্যাধাত্বিকতা, রাজনীতিতে এই অঞ্চলের অবদান তৎকালীন উপমহাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। 

ডিজিটাল মাধ্যমে ২০১৭ সালে জোবাঈদ মোমেন সেই ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরেছেন ” নবীনগরের অ্যালবাম” নামক  ফেসবুক গ্রুপ। গ্রুপটির বয়স এখন ৭ বছর! 

বিশ্বখ্যাত ওস্তাদ আফতাব উদ্দিন খাঁ, সুর সম্রাটআলাউদ্দিন খাঁ, মর্হিষী মনোমোহন দত্ত, দানবির মহেশ চন্দ্র ভট্টাচার্য থেকে শুরু করে বর্তমান নবীনগরের ভৌগোলিক অঞ্চলের হারাতে বসা ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, সংগ্রহের ছবির দুষ্প্রাপ্য ছবির ভান্ডার। নবীনগর অ্যালবামে দিন দিন যোগ হচ্ছে বাড়ির অন্দরে থাকা কিংবা পরিবারের অযত্ন-অবহেলা পড়ে থাকা নানা ঐতিহাসিক নির্দশনের ছবির দুষ্প্রাপ্য সংগ্রহশালা। তাতে সমৃদ্ধ হয়ে উঠছে গ্রুপটি। নবীনগর নিয়ে গবেষণা ও লেখালেখির কাজে এই গ্রুপটির অবদান বেড়ে চলেছে। 

জোবাঈদ মোমেন জানান, ২০১৬ সালে “নবীনগরের ডায়েরি” নামে শুরু করি। পরে হ্যাকিংয়ের শিকার হলে নবীনগরের অ্যালবাম নামে আবার শুরু করি। অবসর সময়ে ও ছুটিতে চেষ্টা করছি নবীনগরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষনের। পাশ্ববর্তী উপজেলা কসবা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রামসহ নবীনগরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছি নবীনগরের ইতিহাসের সন্ধানে। এখনো সিনিয়র-জুনিয়র, শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ ও সহযোগিতায় সমান তালে চেষ্টা করছি। চেষ্টা আছে নবীনগরের পুরাতন ছবির সংগ্রহ নিয়ে পুস্তককারে অ্যালবাম ছাপানোর। সবার স্বত্বস্ফুর্ত অংশ গ্রহণ কামনা করছি।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park