1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
নবাবগঞ্জে ট্রাক চাপায় মৃত্যু তিন   আহত চার - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

নবাবগঞ্জে ট্রাক চাপায় মৃত্যু তিন   আহত চার

মোঃ মাসুম বিল্লাহ 
  • প্রকাশ সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

 164 বার পঠিত

নবাবগঞ্জ  দোহার প্রতিনিধি>সোমবার সকাল অনুমানিক ৭.৩০ মিনিট সময়ের দিকে  নবাবগঞ্জ উপজেলায়  মাঝিরকান্দা এলাকায়  চার রাস্তার মোরে এ ঘটনা ঘটে
নিহতরা হলেন, উপজেলার নয়নশ্রী এলাকার শফি বেপারীর স্ত্রী ময়না বেগম (৫৫), তার মেয়ে সুফিয়া বেগম (২৯), ও সুফিয়ার মামী রাহেলা বেগম (৩৮)। এঘটনায় আহত চারজন হলেন সুফিয়ার রাজ্জাক পারভেজ, ফুফু মালা বেগম ও অটোরিক্সা চালক মিরাজ।
স্থানীয় ও সূত্রে জানা যায়, আহত রাজ্জাকের ফুফুর মৃত্যুর সংবাদ পেয়ে সোমবার সকাল সোয়া ৭.৩০ মিনিট সময়ের দিকে পরিবারের লোকজন কে নিয়ে ইজিবাইক করে দোহার উপজেলার  উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। অটোরিক্সাটি মাঝিরকান্দা চার রাস্তার মোড় অতিক্রম করার সময় দোহার থেকে নবাবগঞ্জগামী একটি বালু ভর্তি ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়।
ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয় এবং ৪জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মালা বেগমের অবস্থা গুরুত্বর দেখে ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park