1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
নতুন অধ্যায়ে ইয়ামি - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন

নতুন অধ্যায়ে ইয়ামি

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

 44 বার পঠিত

ও মাই গড’ সিনেমাটি বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে না পারলেও ইয়ামি গৌতমের অভিনয় দারুণ প্রশংসিত হয় দর্শক-সমালোচকদের কাছে। এবার এই অভিনেত্রী নিজের নতুন ছবির কাজ শেষ বেশ আলোচনা তৈরি করেছেন।

সম্প্রতি তিনি জানান, ক্যারিয়ারের সেরা একটি সিনেমাটি শুটিং শেষ করেছেন তিনি। যদিও সিনেমাটির নাম এখনও প্রকাশ করেননি ইয়ামি।

তবে শিগগিরই একাধিক চমক নিয়ে হাজির হবেন বলে জানান এই অভিনেত্রী।তিনি আরও জানান, সিনেমাটি তার ক্যারিয়ারে নতুন অধ্যায় যুক্ত করবে। গতকাল নিজের ইনস্টগ্রামে সিনেমাটির নির্মাতা-কলাকুশলী এবং সিনেমাটির শুটিংস্পট কাশ্মিরের মানুষদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইয়ামি লেখেন, ‘আমার ক্যারিয়ারে অন্যতম সেরা একটি সিনেমার কাজ শেষ করলাম।

নির্মাতা, প্রযোজক, কলাকুশলীকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ দিতে চাই কাশ্মিরের জনগণ, সিকিউরিটি ফোর্স এবং প্রশাসনকে। শুটিংয়ের শুরু থেকে শেষ অবধি তারা যে নিচ্ছিদ্র নিরাপত্তা এবং সহযোগিতা করেছেন তা সত্যি মনে রাখার মতো। আমার বিশ্বাস নতুন এই সিনেমাটি দেখে দর্শকরা হতাশ হবেন না। পুরো বিনোদন নিয়েই বাড়ি ফিরতে পারবেন। শিগগিরই দারুণ কিছু চমক নিয়ে আমরা হাজির হবো। অপেক্ষা করুন।’

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park