81 বার পঠিত
এই শ্লোগান’কে সামনে রেখে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আসন্ন “শারদীয় দুর্গাপূজা” উপলক্ষ্যে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান এর সভাপতিত্বে থানার অন্যান্য অফিসার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, গোপালগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক’গণদের উপস্থিতিতে অফিসার ইনচার্জের কার্যালয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের অংশগ্রহণে কীভাবে আসন্ন দুর্গাপূজা সুন্দর, সার্থক এবং সাফল্যমণ্ডিত করা যায় এই বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। অফিসার ইনচার্জ সাহেব দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা চান।
এই ধরনের একটি আলোচনা সভা করায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, গোপালগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অফিসার ইনচার্জকে ধন্যবাদ জ্ঞাপন করেন।