1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
দ্বীপ হাতিয়ায় বিদ্যুৎ উদ্বোধন  - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ অপরাহ্ন

দ্বীপ হাতিয়ায় বিদ্যুৎ উদ্বোধন 

সাব্বির ইবনে ছিদ্দিক
  • প্রকাশ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

 87 বার পঠিত


নোয়াখালী হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরেন্দ্র মার্কেট এলাকায় এ ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়ায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. ফারুক আহমেদ, হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরইয়া আক্তার লাকী, এম আলী করপোরেশনের সত্বাধিকারী আশিক আলী অমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহাম্মেদ, জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন মুহিন ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ শতাধিক মানুষ।

হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এই ভবন নির্মাণ করেন এম আলী করপোরেশন নামে একটি ঠিকাধারী প্রতিষ্ঠান। চারতলা বিশিষ্ট এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৫৭ লাখ টাকায়। এখানে অফিসের পাশাপাশি কর্মকর্তাদের থাকার জন্য তৃতীয় চতুর্থ তলায় রেস্ট হাউস তৈরি করা হয়েছে।

হাতিয়া দ্বীপকে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। ২০২১ সালের আগস্ট থেকে শুরু হয় নতুন বিদ্যুৎ প্রকল্পের কাজ। হাতিয়া পৌরসভার হরেন্দ্রমার্কেট এলাকায় ১৬ একর জমিতে নির্মাণ করা হয় ১৫ মেগওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি।

৩৮৪ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের নাম ‘হাতিয়া দ্বীপ, নিঝুমদ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’। সরকারি এই অর্থে শুধু সরবারহের কাজে ব্যয় করা হয়েছে। উৎপাদনে চুক্তি করা হয়েছে দেশ এনার্জি নামে একটি প্রাইভেট কোম্পানির সঙ্গে। দেশ এনার্জি লিমিটেডের উৎপাদিত এ বিদ্যুৎ সরবরাহ করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি। ইতোমধ্যে দ্বীপের মূল ভূখণ্ডের ৯টি ইউনিয়নে স্থাপন করা হয়েছে ৫১২ কিলোমিটার ৩৩/১১ ভোল্টের সঞ্চালন লাইন। মূল ভূখণ্ড থেকে দেড় কিলোমিটার সাব মেরিন ক্যাবলের মাধ্যমে নিঝুমদ্বীপেও দেওয়া হয়েছে সঞ্চালন লাইন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park