1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
দেশে বেকার ২৫ লাখ ৯০ হাজার,পুরুষ বেকারের সংখ্যা বেশি - দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম হাসপাতালেই ভোটার হচ্ছেন অভ্যুত্থানের আহতরা রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের মতবিনিময় সভা পিরোজপুরে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে লাভজনক পদ্ধতিতে মাছ চাষ করুন প্রকল্প পরিচালক জাহানঙ্গীর আলম অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় এর ১০১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ধর্ম নিয়ে কটূক্তি করায় ইরানের জনপ্রিয় গায়কের মৃত্যুদণ্ড ঢাকাসহ ১৮ জেলায় গয়নার দোকানে বসবে ভ্যাট মেশিন বদলে যাচ্ছে পুলিশ র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক উলিপুরে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মতি শিউলি গ্রেফতার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ

দেশে বেকার ২৫ লাখ ৯০ হাজার,পুরুষ বেকারের সংখ্যা বেশি

চাকরির খবর
  • প্রকাশ সোমবার, ৬ মে, ২০২৪

 180 বার পঠিত

দেশের বেকারদের সংখ্যা সংখ্যা প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বর্তমানে দেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার জন। দেশে নারী বেকারের সংখ্যা কমলেও বেড়েছে পুরুষ বেকারের সংখ্যা।আজ সোমবার ত্রৈমাসিক ভিত্তিতে দেশের শ্রমশক্তি জরিপের প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস। গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ম অনুসারে, যারা সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘণ্টা কাজ করার সুযোগ পাননি এবং গত এক মাস ধরে কাজপ্রত্যাশী ছিলেন, তারা বেকার হিসেবে গণ্য হবেন। এ নিয়মেই বেকারের সংখ্যা নির্ধারণ করে বিবিএস।

বিবিএসের হিসাব অনুসারে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশে ২৫ লাখ ৯০ হাজার বেকার ছিল। বর্তমানে বেকারের হার ৩ দশমিক ৫১ শতাংশ, যা ২০২৩ সালের গড় বেকারের হারের চেয়ে কিছুটা বেশি। ২০২৩ সালের গড় বেকারের হার ছিল ৩ দশমিক ৩৬ শতাংশ।

এদিকে, দেশে বেড়ে পুরুষ বেকারের সংখ্যা। তবে নারী বেকার সংখ্যা কমেছে। গত মার্চ মাস শেষে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৭ লাখ ৪০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এই সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার। অন্যদিকে, বর্তমানে দেশে নারী বেকারের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার জন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৩০ হাজার কম।

বিবিএস বলছে, মোট ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী-পুরুষ বর্তমানে শ্রমশক্তিতে আছেন। তাদের মধ্যে ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার লোক কর্মে নিয়োজিত। বাকিরা বেকার।

শ্রমশক্তির বাইরেও দেশে বিশাল এক জনগোষ্ঠী আছে। তারা কর্মে নিয়োজিত নয়, আবার বেকার হিসেবেও বিবেচিত নয়। এমন জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৪ কোটি ৮২ লাখ ৬০ হাজার। তারা মূলত সাধারণ ছাত্র, অসুস্থ ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষ, কাজ করতে অক্ষম ব্যক্তি, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং কর্মে নিয়োজিত নন বা নিয়োজিত হতে অনিচ্ছুক গৃহিণী।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park