64 বার পঠিত
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রেসক্লাব,দশমিনার প্রতিষ্ঠাতা সদস্য,দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক উপজেলা সংবাদদাতা,দশমিনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক মিজানুর রহমান তিতাস (৬২) গত বৃহস্পতিবার বিকাল ৩.০০ সময় অসুস্থবোধ করলে ঢাকার বারডেম হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে অসে।
গতকাল শুক্রবার সকালে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ী উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য এস.এম.শাহাজাদা,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ মিয়া,সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন, স্থানীয় সংবাদকর্মী সহ সকলে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মরহুম মিজানুর রহমান ৮০ দশকের শেষ দিকে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহানামা পত্রিকার দশমিনা উপজেলার প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা পেশায় নিযুক্ত হন।
দশমিনা পটুয়াখালী দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাংবাদিক মিজানের জানাযায় শত শত মানুষ অংশ নেয়।