ত্রিশাল প্রতিনিধি>ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিকেলে কবির বাল্যস্মৃতি বিজড়িত সরকারী নজরুল একাডেমীর নজরুল মঞ্চে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজনে তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধন করেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা পরিষদ প্রশাসক ইউসুফ খান পাঠান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপর দিকে সরকারী নজরুল একাডেমী মাঠে তিন দিনব্যাপী নজরুল বই মেলা ও গ্রামীন নজরুল মেলা বসেছে।