160 বার পঠিত
নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশজুড়ে বড় ধরনের মিছিল করতে তৃণমূলের নেতাদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার কেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে মোবাইল এসএমএসে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ বার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে।
লিখিত বার্তায় বলা হয়, ‘সম্মানিত নেতৃবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।’
বার্তার দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু। তিনি বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার পরে বড় ধরনের মহড়া করতে বলা হয়েছে আমাদের।’
দ্বাদশ নির্বাচনের তফসিল কখন, কোন প্রক্রিয়ায় ঘোষণা করা হবে তা নিয়ে বুধবার সকালে নির্বাচন কমিশনে বৈঠক হবে বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানান ইসিসচিব মো. জাহাংগীর।
নির্বাচনের তফসিল ঘোষণার পরে দেশজুড়ে বিএনপি ‘অরাজকতা’ করতে পারে বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা। এবার বিএনপি ঢাকায় বেশি ‘নাশকতা’ করতে পারে বলে মনে করেন তাঁরা। এ কারণে তফসিল ঘোষণার পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা থানা ও ওয়ার্ডে মিছিল করবেন।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, ‘তফসিল ঘোষণার পরে নাশকতার আশঙ্কা দেশবাসীর আছে। কারণ এখন মাঝে মাঝে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সেহেতু আমাদের সতর্ক অবস্থায় থাকতে হবে। এ পর্যন্ত আমরা সতর্ক অবস্থানে না থাকলে ওরা দেশের বারোটা বাজিয়ে দিত। আমরা নির্বাচন পর্যন্ত সতর্ক থাকব।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, তফসিল ঘোষণা হলে সন্ধ্যায় বিভিন্ন ওয়ার্ডে অবস্থান করবে নেতা-কর্মীরা। পরে মিছিল করতে তাঁদের নির্দেশনা দেওয়া আছে।