1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
ড্যাফোডিলে দুইদিনব্যাপী সম্মেলনে কুবি ছায়া জাতিসংঘ সংস্থার সাফল্য - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যারিস্টার সুমনকে শোকজ রমজান মাস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী কিশোরগঞ্জে স্বাস্থ্য-পুষ্টি এবং ওয়াস বিষয়ক ২দিনের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইবিতে প্রভোস্ট কোয়াটারে নিরাপত্তা সংকটে শিক্ষকেরা, চুরির ঘটনা অনাকাঙ্খিত  কুয়াকাটায় পুড়িয়ে ফেলা হয়েছে নিষিদ্ধ চরঘেরা জাল এবার রাজধানীর মানিকনগরে ৩ বাসে আগুন নির্বাচনে বিদেশিদের চাপ প্রয়োগের অধিকার নেই: ইসি নবীনগরের ঐতিহ্য সংরক্ষণে জোবাইদ মোমেনের ডিজিটাল প্লাটফর্ম নবীনগরের অ্যালবাম দিঘীনালার লম্বাছড়ায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ইবিতে কাম ফর রোড চাইল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ড্যাফোডিলে দুইদিনব্যাপী সম্মেলনে কুবি ছায়া জাতিসংঘ সংস্থার সাফল্য

আল মাসুম হোসেন
  • প্রকাশ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

 386 বার পঠিত

কুবি প্রতিনিধি>ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থা’ দ্বারা আয়োজিত “ড্যাফোডিল ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৩” এ অংশ নেন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা’র ১৩ সদস্য।

গত ২৬ ও ২৭ অক্টোবর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুবি ছায়া জাতিসংঘ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সংগঠনটির কোষাধ্যক্ষ রিজবান ফাহিম ছায়া ইউএনএইচসিআর কমিটির ডিরেক্টর হিসেবে উপস্থাপনা করেছিলেন। 

এছাড়া কুবির অর্থনীতি ১৩ তম ব্যাচের নাইমুর রহমান “আউটস্ট্যান্ডিং ডেলিগেট” সম্মাননা পান ছায়া “ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)” কমিটি থেকে, ব্যবস্থাপনা ১৪ তম ব্যাচের হাসিন মাহতাব মাহিন “বেস্ট করেসপন্ডেন্ট” সম্মাননা পান ছায়া “ইন্টারন্যাশনাল প্রেস (আইপি)” কমিটি থেকে, ব্যবস্থাপনা ১৪ তম ব্যাচের নুসরাত চৌধুরী নয়ন “অনারেবল মেনশন” পান ছায়া “ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)” কমিটি থেকে।

ছায়া “ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিল (ইউএনএইচসিআর)” কমিটি থেকে তিনজন “ভার্বাল মেনশন” পান। তারা হলেন, নৃবিজ্ঞান ১৫ তম আবর্তনের ফাহমিদা তাসনিম তিন্নি, ব্যবস্থাপনা ১৪ তম ব্যাচের আনিকা তাহসিন এলিন ও ব্যবস্থাপনা ১৪ তম আবর্তনের সাইদুল আলম তানভীর।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার বিজয়ী অর্থনীতি ১৩ তম আবর্তনের নাইমুর রহমান বলেন, ‘জাতীয় সম্মেলনগুলোর মধ্যে এটা আমাদের সবচেয়ে বড় প্রতিনিধি দল ছিল। আমরা ভালো কিছু অর্জন করেছি এবং বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছি সেজন্য খুব ভালো লাগছে। একটা বিষয় হলো আমাদের এই অর্জনগুলো ক্লাবের অন্যান্য যারা সদস্য আছেন তাদের অনুপ্রেরণা দিবে একাডেমিকভাবে উন্নতি করতে। সে অনুপ্রেরণা নিয়ে যেনো কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ক্লাবের মেম্বাররা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করতে পারে সেটাই প্রত্যাশা।’

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park