386 বার পঠিত
কুবি প্রতিনিধি>ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থা’ দ্বারা আয়োজিত “ড্যাফোডিল ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৩” এ অংশ নেন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা’র ১৩ সদস্য।
গত ২৬ ও ২৭ অক্টোবর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুবি ছায়া জাতিসংঘ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সংগঠনটির কোষাধ্যক্ষ রিজবান ফাহিম ছায়া ইউএনএইচসিআর কমিটির ডিরেক্টর হিসেবে উপস্থাপনা করেছিলেন।
এছাড়া কুবির অর্থনীতি ১৩ তম ব্যাচের নাইমুর রহমান “আউটস্ট্যান্ডিং ডেলিগেট” সম্মাননা পান ছায়া “ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)” কমিটি থেকে, ব্যবস্থাপনা ১৪ তম ব্যাচের হাসিন মাহতাব মাহিন “বেস্ট করেসপন্ডেন্ট” সম্মাননা পান ছায়া “ইন্টারন্যাশনাল প্রেস (আইপি)” কমিটি থেকে, ব্যবস্থাপনা ১৪ তম ব্যাচের নুসরাত চৌধুরী নয়ন “অনারেবল মেনশন” পান ছায়া “ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)” কমিটি থেকে।
ছায়া “ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিল (ইউএনএইচসিআর)” কমিটি থেকে তিনজন “ভার্বাল মেনশন” পান। তারা হলেন, নৃবিজ্ঞান ১৫ তম আবর্তনের ফাহমিদা তাসনিম তিন্নি, ব্যবস্থাপনা ১৪ তম ব্যাচের আনিকা তাহসিন এলিন ও ব্যবস্থাপনা ১৪ তম আবর্তনের সাইদুল আলম তানভীর।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার বিজয়ী অর্থনীতি ১৩ তম আবর্তনের নাইমুর রহমান বলেন, ‘জাতীয় সম্মেলনগুলোর মধ্যে এটা আমাদের সবচেয়ে বড় প্রতিনিধি দল ছিল। আমরা ভালো কিছু অর্জন করেছি এবং বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছি সেজন্য খুব ভালো লাগছে। একটা বিষয় হলো আমাদের এই অর্জনগুলো ক্লাবের অন্যান্য যারা সদস্য আছেন তাদের অনুপ্রেরণা দিবে একাডেমিকভাবে উন্নতি করতে। সে অনুপ্রেরণা নিয়ে যেনো কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ক্লাবের মেম্বাররা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করতে পারে সেটাই প্রত্যাশা।’