242 বার পঠিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক ইত্তেফাকের সদরপুর প্রতিনিধি আব্দুল মজিদ মিয়া
(৭২)। মঙ্গলবার রাত ১ টা ২০ মিনিটে তাঁর নিজ বাড়ি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী তিন পুত্র ও এক কন্যা সন্তান সহ বহু আত্বিও স্বজন রেখে গেছেন। ১৯৮৫ সালে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন পরবর্তীতে দৈনিক রুপালী, দৈনিক বাংলার বাণী, দৈনিক আল-আমীন, আজকের কাগজ সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার সদরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছারাও তিনি ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য সদরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মানবাধিকার সংস্থার উপজেলা সভাপতি, ক্যাবের সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সাথে জরিত ছিলেন। তিনি সদরপুর উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের গুরু হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ছোট ভাই সদরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম জানান, মৃত্যুর পুর্বে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ দিন প্রচন্ড জ্বরে ভুগে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। ওখানে ৩ দিন চিকিৎসার পর তাঁর অবস্থা যথেষ্ট উন্নতি হলে পরিবারে লোকজন মঙ্গলবার সকালে তাঁকে বাড়িতে নিয়ে যান। সদরপুরের সাংবাদিক মহল এই মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। মোরহুমের ছোট ভাই মোঃ নুরুল ইসলাম আরো জানান, আজ ১৮ অক্টোবর (বুধবার) বাদ আসর তাঁকে রাষ্টিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে স্থানীয় রামচন্দ্রপুর কবরস্থানে দাফন করা হবে।