178 বার পঠিত
ডায়াবেটিসে আক্রান্ত মুসল্লিদের জন্য ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সম্প্রতি একাধিক নতুন নিয়ম জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদির গালফ নিউজ জানিয়েছে, ইসলামের দুটি পবিত্র স্থানের (মক্কা ও মদিনা) দায়িত্বে নিয়োজিত একটি সৌদি রাষ্ট্রীয় সংস্থা মুসল্লিদের তাদের ওষুধ এবং পর্যাপ্ত খাবার গ্রহণের পর মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনের পরামর্শ দিয়েছে।
এছাড়া রক্তে শর্করার মাত্রা কমে গেলেও সাময়িকভাবে ওমরাহ পালন না করার পরামর্শ দেয়া হয়েছে ওমরাহযাত্রীদের। সম্ভাব্য জটিলতা এড়াতে হাঁটার সময় পায়ের দিকে খেয়াল রাখারও পরামর্শ দেয়া হয়েছে।
সৌদির দুই পবিত্র মসজিদ মক্কা ও মদিনা কর্তৃপক্ষ ডায়াবেটিস আক্রান্ত ওমরাহযাত্রীদের উদ্দেশে জানিয়েছেন, গ্র্যান্ড মসজিদে উপস্থিত হওয়ার সময় সঙ্গে আপনার প্রয়োজনীয় সব ওষুধ রাখুন। পর্যাপ্ত পানি পান করারও সুপারিশ করেছেন।
এছাড়াও ডায়াবেটিস আক্রান্তদের বৈদ্যুতিক শেভার ব্যবহার করা, আরামদায়ক মোজা পরা এবং প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়।
সূত্র: গালফ নিউজ