30 বার পঠিত
আজ তেইশে আগস্ট শুক্রবার, সকাল থেকে মেঘ জমে থাকার পর, ঠিক দুপুর বারোটা থেকে শুরু হয় প্রবল বর্ষণ, আর এই বর্ষণের ফলে একদিকে যেমন কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে, তেমনি ধর্মতলার বিধান চন্দ্র রায় মার্কেট জলে ভাসলো। দোকানদাররা কোনভাবে জিনিস গোচ করে বসে আছেন কোনভাবে, যেখানে সকাল থেকেই ভিড় জমে যায় দূর দুরান্ত থেকে ক্রেতাদের, পোর্টস সরঞ্জাম কেনার জন্য।
এমনকি বিভিন্ন খেলোয়াড়দের। কিন্তু টানা বৃষ্টিতে মার্কেট ভাসিয়ে দিল, কয়েকজন ক্রেতা মার্কেটে এসে আটকে গেল জলের মধ্যে , তারা সমানে দাঁড়িয়ে রইলেন মার্কেটের মধ্যে বিক্রেতাদের কাছে জলের মধ্যে পা দিয়ে কোনভাবে।
তারা জানালেন কী করব এসে পড়েছি, তাই জল কমলে জিনিস কিনে বাড়ি ফিরবো। একইভাবে আটকে পড়েছেন পথ চলতি মানুষ গাড়ি ধরার জন্য, বিভিন্ন মেট্রো স্টেশন থেকে শুরু করে বাসস্ট্যান্ডে, এখনো ঘন কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। আবারো হতে পারে বৃষ্টি।