1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন মহিউদ্দিন আল হেলাল! - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন

টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন মহিউদ্দিন আল হেলাল!

মোঃ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

 102 বার পঠিত

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব 

মোল্লা বখতিয়ার রহমান স্বাক্ষরিত ফলাফলের তালিকা থেকে এ তথ্য জানা যায়। 

এর আগে গত বছর জেলার দশমিনা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্বরত অবস্থায় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতেছিলেন মো. মহিউদ্দিন আল হেলাল। এছাড়াও তিনি শুদ্ধাচার চর্চায় এ বছরের ২৫ জুন জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার সম্মান অর্জন করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় পটুয়াখালী জেলার সর্ববৃহৎ উপজেলা গলাচিপা। এর দুটি ইউনিয়ন(চর কাজল ও চর বিশ্বাস) দূর্গম চরে অবস্থিত। এই অঞ্চলের প্রাথমিক শিক্ষায় ইউএনও মহিউদ্দিন আল হেলাল এর অবদান অনস্বীকার্য। চরাঞ্চলের শিক্ষার্থীরা উপজেলার অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের থেকে স্বাভাবিক ভাবেই পিছিয়ে রয়েছে।  তাদের শিক্ষার মান উন্নয়নে গলাচিপা স্কিল ল্যাব এর মাধ্যমে কাজ করেছেন ইউএনও। এছাড়াও 

নিয়মিত কাজের ফাঁকে সময় পেলেই ছুটে যান উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে। মজার মজার গল্পের মাধ্যমে কোমলমতি শিশুদের আকৃষ্ট করে মাঝে মধ্যেই শিক্ষার্থীদের পাঠদান করান নিজেই। শিশুদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে উপহার দেন স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, টিফিন বক্স, শিক্ষা উপকরণসহ নানা খেলার সামগ্রী। উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ের অবকাঠামো ও খেলার মাঠের উন্নয়ন। প্রণোদনা দিয়েছেন ছাঁদ বাগান, অভিভাবক ছাউনি ও সহশিক্ষা ক্লাব চালু করতে। নিয়মিত উপস্থিত হন বিদ্যালয়ের মা সমাবেশে। তার প্রচেষ্টায় গত এক বছরে গলাচিপা উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি পড়ালেখায় মনোযোগী হয়ে উঠার প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। ইতিমধ্যে তিনি উপজেলার শিক্ষার মানোন্নয়নে ১০টি কার্যকরি উদ্যোগ হাতে নিয়েছেন। 

উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঈন উদ্দিন বলেন, ‘গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মহিউদ্দিন আল হেলাল স্যার একজব বিচক্ষণ মানুষ। তিনি গত মাসেও আমাদের বিদ্যালয়ে এসেছেন এবং এখানের কোমলমতি শিক্ষার্থীদের জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করেছেন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অনেক আনন্দিত।’

গলাচিপা উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম বলেন, ‘আমাদের নির্বাহী কর্মকর্তার এমন অর্জন সত্যিই প্রশংসার দাবিদার। তিনি প্রাথমিক শিক্ষায় যথেষ্ট ভূমিকা রেখেছেন।  আমরা সত্যিই অনেক আনন্দিত।’

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, টানা দ্বিতীয়বারের মত প্রাথমিক শিক্ষা পদক পাওয়াটা আনন্দের। 

তবে কেউ যেন ভুল না করে যে আমি আহামরি কিছু করে ফেলেছি। আমি যোগদানের পর প্রাথমিক শিক্ষাসহ সামগ্রীক শিক্ষা খাতের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করেছি। যদিও অর্জন খুব বেশি নয়। দক্ষতা উন্নয়নের নিমিত্ত গলাচিপা স্কিল ল্যাব ও বিভিন্ন সহশিক্ষা ক্লাব চালু করা হয়েছে। এ প্রাপ্তি শিক্ষা নিয়ে আমার ভবিষ্যত কর্মপরিকল্পনা বাস্তবায়নে উৎসাহ যোগাবে । এ পদক মহৎ কিছু না হলেও আমি ব্যক্তিগত ভাবে খুশি।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park